National News
মালিবাগে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে ও কাজ করছে। এ বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী কোনো হতাহতের খবর আমাদের কাছে আসেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোহাগ পরিবহনের পঞ্চগড়গামী একটি বাসে ট্রেন ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ওই রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
পাঠকের মতামত: