National News

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের করোনা পজেটিভ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ এসেছে। সোমবার সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি ভর্তি হন।

জানা গেছে, মোহাম্মদ নাসিম অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে রেজাল্ট পজেটিভ আসে।

নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক।

২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নাসিম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

পাঠকের মতামত:
Back to top button