National News

মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুখবর

শিক্ষার্থীদের জন্য সুখবর – মেডিকেল কলেজে ভর্তি হবার ইচ্ছা দেশের সব মেধাবী শিক্ষার্থীদের পছন্দের প্রথম সারিতে থাকে। কিন্তু আসন সংখ্যা কম থাকায় অনেক শিক্ষার্থীকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয়। অনেকে আবার সে সুযোগ না পেয়ে দেশের বাইরেও পড়তে যায়।

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে নতুন করে ৫০০ আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-অধিশাখার উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক স্মা’রকে এই আসন বাড়ানোর সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

জানা যায়, বর্তমানে দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ২ হাজার ৯৩০টি। এ সিদ্ধান্তের পর ওই আসন বেড়ে হলো ৩ হাজার ২১২।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্মা’রকে বলা হয়, সুনামগঞ্জে সম্প্রতি স্থাপিত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এবং অন্যান্য ১৭টি সরকারি মেডিকেল কলেজগুলোতে এ আসন বৃদ্ধির কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

পাঠকের মতামত:
Show More
Back to top button