National News

ঈদের দিনের পরিস্থিতি নিয়ে যা বললেন আবহাওয়া অধিদপ্তর

আগামী সোমবার দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। করোনাকালের এই ঈদে খোলা জায়গায় জামাতের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এবার ঈদের দিনটি ভেস্তে দিতে পারে বৃষ্টি, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৩ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, দেশের অধিকাংশ অঞ্চলেই এই দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষকরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাত ভারী হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ঢাকা, খুলনা, বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হলেও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে কয়েকটি জায়গায়। আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ঘূর্ণিঝড় আম্পানের রেশ এখনও কিছুটা রয়ে গেছে। তার প্রভাবেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা। শুধু ঈদের দিন নয়, তার আগের দিন অর্থাৎ আগামীকাল রোববারও হতে পারে বৃষ্টি।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জানানো হয়েছে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নি। সুতরাং এবার ৩০ টি রোজা পূর্ণ হওয়ার পর সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় এ খবর জানানো হয়। অন্যদিকে, সৌদি আরবেও এবার ৩০ রোজা শেষে আগামীকাল রবিবার (২৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।

পাঠকের মতামত:
Back to top button