Miscellaneous News

রাজশাহীতে ড্রেনে টাকা কুড়াচ্ছে মানুষ (ভিডিও)

রাজশাহীতে ড্রেনে – সবার চোখ ড্রেনের দিকে। ভিড় ঠেলে সামনে গিয়ে দেখা যায়, কিছু মানুষ খুব খোঁজাখুঁজি করছেন কি যেন। কেউ একজন পেয়েও গেলেন প্রত্যাশিত বস্তুটি। হাতে ৫০০ টাকার নোট। কি আশ্চর্য, ড্রেনে ভাসছে টাকা! শুনে আরও লোক সমাগম বেড়ে গেল। যারা এতক্ষণ ড্রেনে টাকার কথা শুনে দাঁড়িয়েছিলেন, তখন নিজেরাও নেমে গেলেন সেই টাকা কুড়াতে। কেউ টাকা পেয়ে পকেট ভর্তি করছেন, আবার কেউ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজশাহী রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনে ড্রেনে টাকা খোঁজার ভিড় দেখতে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা ড্রেনে টাকাগুলো ফেলে দিয়েছেন। সেখানে এক হাজার, ৫০০, ১০০, ২০, ১০ এবং ৫ টাকার নোট ছিল। টাকা ভাসতে দেখে প্রথমে একজন এবং পরে অনেক মানুষ নেমে পড়েন ড্রেনে। টুলু নামের এক ভাঙারি বিক্রেতা তার কুড়ানো টাকাগুলো রেখেছিলেন পকেটেই। তিনি জানান, টাকাগুলো অফিসার্স মেসের পশ্চিম থেকে পূর্ব দিকে চলে যাচ্ছিলো। ড্রেনে ভাসতে দেখে তিনি নেমে পড়েন। আসলাম নামের একজন জানান, তিনি এক হাজার ও ৫০০ টাকার কয়েকটি নোট পেয়েছেন। তার মতো আরও অনেকেই ড্রেনে নেমে টাকা কুড়িয়েছেন।

বোয়ালিয় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। টাকাগুলো কারা ড্রেনে ফেললো সেটি অনুসন্ধান করা হচ্ছে।

পাঠকের মতামত:

Back to top button