Miscellaneous News

উত্তরায় পাঁচ তলা ভবনের জানালার সানসেটে ঝুলন্ত শি’শু!

উত্তরায় পাঁচ তলা – রাজধানীর উত্তরায় একটি ভবনের পাঁচ তলার জানালার সানসেট থেকে মীম নামে এক শি’শু গৃহকর্মীকে উ’দ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার উত্তরা ২ নম্বর সেক্টরের সোনারগাঁও এভিনিউ সড়কের ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। সকাল ৭টায় পাশ্ববর্তী ফ্ল্যাটের লোকজনের নজরে শি’শুটি এলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

পরে খবর পেয়ে উত্তরা পশ্চিম থা’নার একাধিক টিম ও উত্তরা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আধ ঘণ্টা অক্লান্ত চেষ্টায় শি’শুটিকে জীবিত উ’দ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থা’নার এসআই রায়হান জানান, ভবনের ভাড়াটিয়া মঞ্জুরুল আলমের ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করত মীম। উ’দ্ধারের পর থেকে শি’শুটি অনেক কা’ন্নাকাটি করছে। শি’শু মীমকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত:
Show More
Back to top button