Entertainment News

আগামীকাল অপূর্ব-মেহজাবিনের ‘বিয়ে’

গেল ১৭ মে ৯ বছরের সংসারের ইতি টানেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব এবং নাজিয়া হাসান অদিতি। তাদের বিচ্ছদের খবরের পরেই নতুন করে সামনে এলো বিয়ের খবর। আর এবার তার পাত্রী মেহজাবিন!

পাঠক একটু অবাক হলেন তো শুনে? তাহলে ব্যাপারটা একটু খুলে বলা যাক। অপূর্ব এবং মেহজাবিনের বিয়ে কী আদৌ হবে নাকি রয়েছে সংশয়! কেননা তাদের বিয়ে বাস্তবে নয় বরং ক্যামারের সামনে। ‘বিয়ে’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন ছোটপর্দা জনপ্রিয় এ জুটি।

একটি বিয়ে গল্পকে ঘিরে তৈরি হয়েছে নাটকটি। সেই গল্পে কি সত্যিই বিয়ে হয় অপূর্ব ও মেহজাবিনের! নাকি ভালোবাসার শেষ পরিণতি হয় কষ্ট পাওয়া! জানা যাবে নাটকটি দেখলেই। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

আগামীকাল (২৯ মে) বাংলাভিশনে সন্ধ্যা ৬টা ৩৫মিনিটে স্বল্প বিরতির নাটক হিসেবে প্রচার হবে এটি।

২০১৭ সালে ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে সাড়া ফেলেন অপূর্ব-মেহেজাবিন। এরপর তাদের অভিনীত বেশ কয়েকটি নাটক প্রশংসিত হয়েছে। আবার ঈদের নাটকে দর্শক পাচ্ছেন তাদের।

পাঠকের মতামত:
Back to top button